বগুড়ায় মেয়েকে ন্যাড়া করে দেয়ায় মা ও ফুফু গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২০ ১৭:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১১ বার।

বগুড়ার শাজাহানপুরে মেয়ের (১৮) মাথার চুল ন্যাড়া করে দেয়ায় ঘটনায় পুলিশ তার মা ও ফুফুকে গ্রেফতার করেছে। নির্যাতিত ওই মেয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিত পুলিশ শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করে।
মামলার এজাহার এবং পুলিশ সূত্রে জানা গেছে, জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকার বাসিন্দা ওই মেয়েটিকে তার বাবা-মা বিয়ের জন্য চাপ দিলেও সে রাজি হচ্ছিল না। বাবা-মার চাপ থেকে রক্ষা পেতে সে তার ফুফুর বাড়িতে চলে যায়। গত ৩১ জানুয়ারি সেখান থেকে তাকে তার বাবা-মা বাড়িতে নিয়ে আসেন। পরদিন ১ জানুয়ারি তাকে আবারও বিয়ের জন্য চাপ দিলে সে তাতে অসম্মতি জানায়। এতে তার মা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়ের মাথা ন্যাড়া করে দেয়। এরপর মেয়েটি আবারও তার ফুফুর বাড়িতে চলে যায়। শনিবার ওই মেয়েটি শাজাহানপুর থানায় গিয়ে তার মা, ফুফু, ও প্রতিবেশী তিন পুরুষসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর পরই পুলিশ তা মা ও ফুফুকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার সাব ইন্সপেক্টর রামজীবন ভৌমিক জানান, মেয়েটি একটি স্কুলে পড়ালেখা করে। তার মাথা ন্যাড়া করার মামলায় ৫ আসামীর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, মার অভিযোগ মেয়েটি তাদের কথা শুনতো না বলেই তিনি তার মাথা ন্যাড়া করে দিয়েছেন।