আমেরিকার কিছু হলে ইরানের ৫২ স্থাপনায় হামলা: ট্রাম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২০ ০৬:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩ বার।

আমেরিকার কোথাও ইরান হামলা করলে তাদের ৫২টি স্থান ‘খুব দ্রুত এবং খুব কঠিনভাবে’ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প ইরানকে শনিবার টুইটে এভাবে হুমকি দেন, ‘৫২টি জায়গার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ স্থান যেমন আছে, তেমনি তাদের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত স্থাপনাও আছে।’

গত শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন। এরপর থেকে অঞ্চলটিতে যুদ্ধের দামামা বেজেছে।

সোলেইমানিকে হত্যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

এমন পরিস্থিতিতে ট্রাম্প লিখেছেন, ‘আমেরিকা আর কোনো হুমকি শুনতে চায় না।’