জড়িতদের দ্রুত শাস্তির দাবি

শহীদ মিনার অবমাননায় বগুড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিবাদী মানববন্ধন

দোস্ত আউয়াল
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২০ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রতীক শহীদ মিনার অবমাননার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে 'আমরা মুক্তিযোদ্ধা পরিবার' নামে একটি সংগঠন। রোববার সকাল ১১ টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদুন্নবী রাসলেরে সভাপতিত্বে ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েলের পরিচালনায় ওই প্রতিবাদী মানববন্ধনে রাজনীতির নামে শহীদ মিনার অবমাননাকারী কেউ যেন শহীদ মিনারে প্রবেশ করতে না পারে এজন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবীও জানানো হয়।    

রোববার ঘন্টাব্যাপী চলা ওই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, সদর উপজেলা কমান্ডার আব্দুল কাদের, সদর উপজেলার ডেপুটি কমান্ডার সুরুজ্জামান এবং জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহব্বায়ক পাভেল রানা।

এসময় বক্তারা বলেন, 'পহেলা জানুয়ারি বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শহীদ খোকন পার্কে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের জুতা পায়ে সংগঠনের নেতাকর্মীরা ছবি উঠাতে ব্যস্ত হয়ে পরে। এতে পবিত্র শহীদ মিনারের অবমাননা করা হয়েছে। যা মুক্তিযোদ্ধা পরিবার কখনো মেনে নেবে না।'

বক্তারা আরও বলেন, 'শহীদ মিনার অবমাননাকারীদের কখনই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত ছবি থেকে শহীদ মিনার অবমাননার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।'

উল্লেখ্য, পহেলা জানুয়ারি বুধবার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীরা জুতা পায়ে শহীদ মিনারে উঠে। পরে বাক-বিতণ্ডার জেরে হামলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়।