বগুড়ার আদমদীঘিতে বিআইআরএস প্লাষ্টিক কারখানার উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২০ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় বিআইআরএস প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ (ওয়ান টাইম প্লেট ও গ্লাস) তৈরীর কারখানা উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে কারখানার ম্যানেজিং ডাইরেক্টর পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর মাতা জাহেদা বেগম মেশিনের সুইচ টিপে কারখানার উদ্বোধন ঘোষনা করেন। 

এসময় বিআইআরএস প্লাষ্টিক কারখানার ম্যানেজিং ডাইরেক্টর ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ-এর এস.ই.ভি.পি এ্যান্ড কর্পোরেট হেড খন্দকার রহিমুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ নওগাঁ শাখার এস.এ.ভি.পি এ্যান্ড ম্যানেজার আনোয়ার হোসেন। এছাড়াও অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া কাশেমুল উলুম জামিল মাদ্রাসার নায়েবে মুহতামিম আব্দুল আবুল হক হক্কানী, সান্তাহার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাহাবুবুল ইসলাম, বিআইআরএস প্লাষ্টিক কারখানার চেয়ারম্যান ইসমাইল হোসেন, কারখানার পরিচালক জিয়াউল নাসিম রাঙ্গা ও মনোয়ার কবির।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।