বগুড়ায় টিএমএসএস'র উদ্যোগে বিরল প্রজাতির পেঁচা অবমুক্ত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২০ ১৩:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৭ বার।

টিএমএসএস পরিবেশ বিভাগের উদ্যোগে রোববার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস ইকো পার্কে বিরল প্রজাতির পেঁচা অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস এর পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব নাজমুল হক, পরামর্শক খোরশেদ আলম,সহকারী পরিচালক সাফী পারভেজ, সামাজিক বন বিভাগ বগুড়া সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, পরিবেশবাদী সংগঠন গ্রীন ওর্য়াল্ডের খাদিজা রহমান কথা, ব্যবসায়ী মিজানুর রহমান বাপ্পাসহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, পেঁচা পাখীটি দল ছুট হয়ে টিএমএসএস ফাউন্ডেশন অফিসের রিসিপশনে এসে আটকা পরে। সেখান থেকে পরিবেশ বিভাগের কর্মীরা পাখীটিকে উদ্ধার করে করতোয়া নদী সংলগ্ন টিএমএসএস ইকো পার্কে অবমুক্ত করে। বিরল প্রজাতীর এই পেঁচার বৈজ্ঞানীক নাম ব্রাউন ফিস আউল। পৃথিবীতে এখনও ২০০ প্রজাতীর পেঁচা পাখী পরিবেশের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। এরা কৃষকের বন্ধু হিসেবে পরিচিত ফসলের ক্ষতি কারক ইঁদুর,পোকা মাকর,সাপ খেয়ে কৃষকের ফসলকে রক্ষা করে।