ডাস্টবিনে ফেলে দেওয়া লটারিতেই জিতলেন কোটি টাকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২০ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৯ বার।

ডাস্টবিনে ফেলে দেওয়া লটারির টিকিটে কোটি টাকার ওপরে পুরস্কার জিতেছেন সাদেক নামে এক ব্যক্তি।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, পশ্চিমবঙ্গের ভাঙড়ের কাশীপুরের সর্দারপাড়ার বাসিন্দা সাদেক নতুন বছরের প্রথম দিনেই ৬ টাকা মূল্যের পাঁচটি লটারির টিকিট কেনেন। তবে জেতার আশা ছিল না বলে টিকিটগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। কিন্তু ফেলে দেওয়া সেই টিকিটেই মিলল কোটি টাকা।

সাদেক একটি টিকিটে প্রথম পুরস্কারের ১ কোটি টাকা ছাড়াও বাকি চারটি টিকিটে ১ লাখ করে টাকা জিতেছেন।

বৃহস্পতিবার দমদমের কাঠগোলা এলাকা থেকে নাগাল্যান্ড রাজ্য লটারির পাঁচটি টিকিট কেনেন সাদেক। পরে বিক্রেতার কাছে ফলাফল জানতে চান। এতে পুরস্কার পাননি বলেই শোনেন। পরে কাশীপুরের একটি টিকিটের দোকানে গিয়েও ফলাফল জানতে না পেরে টিকিট ডাস্টবিনে ফেলে বাড়ি চলে যান।

পরদিন ওই টিকিট বিক্রেতা তাকে জানান, ১ কোটি টাকা জিতেছেন সাদেক। তড়িঘড়ি বাড়িতে ফিরে কাশীপুর বাজারে ডাস্টবিনে ফেলে দেওয়া টিকিট পাগলের মতো খুঁজতে থাকেন। পরে জলে ভেজা টিকিটগুলো খুঁজে পেয়েও যান। আনন্দে চিৎকার করতে করতে আবার দমদমে ছোটেন।

তবে এত টাকা জিতে স্বস্তিতে নেই সাদেকের পরিবার। নিরাপত্তার অভাব বোধ করছেন।

কাশীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘পরিবারটি আমাদের কাছে নিরাপত্তা চাইলে অবশ্যই আমরা ব্যবস্থা করব।’