উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ০৯:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮ বার।

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। খবর দেশ রুপান্তর অনলাইন

সোমবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ইউএনএইচসিআর’র ১টি আইডি কার্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় ইয়াবা কারবারিদের গুলিতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প-২২ এর সি ব্লকের বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে মো. ইসমাইল (২৮) ও এই ক্যাম্পের আবু ছৈয়দের ছেলে মো. হেলাল উদ্দিন (২০)।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন সংবাদে পালংখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে দেন।

৫/৬ জনের একটি ইয়াবা সিন্ডিকেট মিয়ানমার হতে ফারির বিল এলাকা দিয়ে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় উভয় পক্ষ প্রায় ১০/১৫ রাউন্ড গুলি ছোড়াছুড়ি করে। এতে দুই ইয়াবা কারবারি গুলিবিদ্ধ হন।

তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আল আজাদ আহমেদ।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনছুর বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় দুইজন রোহিঙ্গা নিহত হওয়ার খবর শুনেছি।