এবার ভূপাতিত ‘ইব্রাহিমোভিচ’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ১০:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯ বার।

আগেরবার কাটা হয়েছিল নাক। এবার পুরো ৫০০ কেজির মূর্তিটাই ভেঙে ফেলল ক্ষুব্ধ সমর্থকেরা। সুইডিশ সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচের ৫০০ কেজির মূর্তিটি রবিবার গভীর রাতে মালমো ফুটবল স্টেডিয়ামের বাইরে পড়ে থাকতে দেখা যায়।

মাস দুয়েক ধরে সুইডিশ স্ট্রাইকারের উপর ক্ষুব্ধ তার দেশের ফুটবলপ্রেমীরা। গত নভেম্বরে হ্যামারবির মালিকানার একাংশ কিনে নেন ইব্রাহিমোভিচ। এই ক্লাবটি সুইডিশ ক্লাবের অন্যতম বড় শত্রু।

মালিকানা পাওয়ার পর তারকা জানিয়েছিলেন, তিনি তার ক্লাবকে স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে শক্তিশালী ক্লাবে পরিণত করবেন। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নেবেন।

দেশি তারকার এমন মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। সুইডিশ হওয়ার পরও কীভাবে তিনি শত্রু ক্লাবের পক্ষে সুর চড়ান, এ প্রশ্ন তুলে দেন সুইডেনের ফুটবলপ্রেমীরা। আর সদ্য এসি মিলানে ফেরা স্ট্রাইকারের সেই মন্তব্যের প্রতিবাদেই এই কাণ্ড ঘটালেন সমর্থকেরা।

বড়দিনের আগে মূর্তিটির নাক কেটে দেওয়া হয়েছিল। এবার মূর্তিটাই ভেঙে ফেলা হল। স্টেডিয়ামের বাইরের লোহার বেড়ার উপর সেটি পড়তে থাকতে দেখা যায়। পরে সরিয়ে ফেলা হয়।

মেরামতের পর মূর্তিটি আবার ওই জায়গায় রাখা হবে বলে জানিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।