বিইআরসির আইন সংশোধনের অনুমোদনঃ প্রতিবাদে বগুড়ায় বাসদের সমাবেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ১০:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

বছরে একাধিকবার বিদ্যুৎ গ্যাস- ডিজেল- জ্বালানী মূল্য বৃদ্ধির বিধান রেখে বিইআরসির আইন সংশোধনের অনুমোদন মন্ত্রিসভায় দেয়ার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল( বাসদ)। সোমবার বেলা ১২ টায় জেলার প্রাণকেন্দ্র সাতমাথায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদের আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাসদের জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহবায়ক দিলরুবা নূরী, জেলা বাসদের সদস্য শ্যামল বর্মণ, রাধা রানী বর্মণ এবং জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ধনঞ্জয় বর্মণ।

এসময় বক্তারা বলেন- গত ১০ বছরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৬ বার, পাইকারি পর্যায়ে ৪বার। এরপরও সরকার রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে জনগণের টাকা তসরুপ বন্ধ না করে বরং বিইআরসি আইনের পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি লুটপাট কে বৈধতা দেওয়ার চক্রান্ত করছে। যা জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। মূল্যবৃদ্ধির এই নিপীড়ণ থেকে রক্ষা পেতে নেতৃবৃন্দ জনগণকেও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।