বগুড়া লেখক চক্রের সাবেক সহ-সভাপতি কবি আব্দুর রশীদ এর সুস্থতা কামনা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ১১:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

বগুড়া লেখক চক্রের সাবেক সহ-সভাপতি, সাবেক প্রধান শিক্ষক এবং হোমিও চিকিৎসক কবি আব্দুর রশীদ ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। দীর্ঘদিন হলো তিনি নিজ বাসগৃহ ধাওয়াপিকশনে শয্যাশায়ী। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের নেতৃত্বে উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, সদস্য আব্দুর রাজ্জাক বকুল, আব্দুল মতিন, হিরণ্য হারুন এবং সজীব মাহমুদ গত শনিবার তার শারীরীক সুস্থতার খোঁজ খবর নিতে গেলে সুস্থতা কামনা করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, কবি আব্দুর রশীদ এর জন্ম ১৯৪৫ সালের ৩ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ধাওয়াপিকশন গ্রামে। তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে-আকাশ গ্রামের পাখি, বর্ষার দেহে কাব্যের আগুন, স্বপ্নচারী, রুপসী প্রান্তর এবং বাউন্ডুলে বৈশাখ। তিনি ‘পুণ্ড্রতোয়া’ নামে একটি ছোটকাগজ সম্পাদনা করতেন।