ভ্রাম্যমান আদালতের অভিযানে

বগুড়ার শেরপুরে বিগত বছরে ছয় লাখ টাকা রাজস্ব আদায়

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৩ বার।

বগুড়ার শেরপুরে বিগত বছরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ লাখ ৬৫ হাজার ৬৫০ টাকা রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও মামলা দেওয়া হয়েছে ২৮৮ টি। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী সেখ এই তথ্য জানান।   

ইউএনও বলেন, ২০১৯ সালে শেরপুর উপজেলায় মোট ১২১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এতে ভোক্তা অধিকার আইনে ২৯ টি মামলার মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের দু’টি মামলায় ৫৫ হাজার টাকা, ধুমপান ও তামাক জাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ৭৮টি মামলায় ২৮ হাজার ৭০০ টাকা, আর ১৮৬০ সালের আইনের দন্ডবিধির বিভিন্ন ধারায় ৩১ টি মামলায় ১২ হাজার ৫৫০ টাকা, ওষুধ (ড্রাগ) আইনে ২৪টি মামলায় ৪৮ হাজার, করাতকল (লাইসেন্স) বিধিমালায় ১৮টি মামলায় ৪৮হাজার টাকা, পণ্যে পাটজাত  মোড়ক আইনে ৫৮টি মামলায় ১ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ২টি মামলায় ৪হাজার টাকা, মোটরযান অধ্যাদেশ আইনে ১৬ টি মামলায় ৬ হাজার টাকা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২ হাজার ৯০০টাকা, বাল্যবিবাহ নিরোধ আইনে ৩৮ মামলায় ৩৩হাজার টাকা, কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রন আইনের ১টি মামলায় ১০০ টাকা, পশু নির্যাতন আইনে ১টি মামলায় ৫০ টাকা, পৌরসভা আইনে ১ টি মামলায় ১৫০, প্রকাশ্যে জুয়া আইনে ১ টি মামলায় ১০০ টাকা, ওজন ও পরিমাপের মান অধ্যাদেশ আইনে ১টি মামলায় ১০০ টাকা, মৎস ও পশু খাদ্য আইনে ২টি মামলায় ৯ হাজার টাকা এবং বাংলাদেশ গ্যাস আইনে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মুজিববর্ষে শতাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। বিশেষ করে বাল্য বিবাহ, নিরাপদ সড়ক নিশ্চিত করণ, মাদক নির্মূল উল্লেখযোগ্য।

এছাড়াও বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।