বগুড়ায় অর্ধকোটি টাকার বিদেশী ডলারসহ আটক ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ১৩:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৮ বার।

বগুড়ায় অর্ধকোটি টাকা সমমূল্যের বিদেশী ডলারসহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৩ টার দিকে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার সাভারের আশুলিয়ার মৃত রবীন্দ্রলালের ছেলে কার্তিক সরকার এবং সিরাজগঞ্জের নয়নমোড়ের ফরিদুল ইসলাম।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে এসময় তাদের কাছ থেকে ৬২ হাজার ১৫৯ বিদেশী ডলার (যার বাংলাদেশী মূল্য ৪৯ লাখ ৭২ হাজার টাকা) এবং নগদ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সাথে তিনটি মোবাইল ফোন এবং একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২৬০৮৫৭) জব্দ করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা জানান, গোপন সংবাদে জানা যায় একটি প্রাইভেট কারে কিছু ব্যক্তি হেরোইন পরিবহণ করছে। তখন পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় শেরপুরের ঘোগা বটতলা এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহ হলে একটি প্রাইভেট কার থামানো হয়। এসময় কার তল্লাশি করে বিদেশী ডলার ও নগদ অর্থ উদ্ধার করা হয়। সেই সাথে প্রাইভেট কারের ড্রাইভার ফরিদুল ও কার্তিক সরকারকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক হওয়া ওই দু’জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।