ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্লাস্টিকের বস্তা ব্যাবহারঃ বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২০ ১৪:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯ বার।

পাটের পরিবর্তে প্লাস্টিকের তৈরি বস্তা ব্যাবহারের অপরাধে বগুড়ার শেরপুরে দুই প্রতিষ্ঠানের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার জুয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট নাসরিন আক্তার ও জহুরুল ইসলাম। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ ঘন্টার ওই অভিযানে প্লাস্টিকের বস্তা ব্যাবহার করায় আদালত শীনু 'এগ্রোফুড''র মালিক এনামুল হককে ৫ হাজার এবং 'ধামিনুল চাউল কল'র মালিক ওমর ফারুককে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।