বগুড়ায় দুই বছর ধরে অবরুদ্ধ ভিক্ষুক পরিবার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২০ ১১:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

বগুড়ার আদমদীঘিতে প্রভাবশালী ব্যক্তির রোষানলের শিকার হয়েছে এক ভিক্ষুক পরিবার। প্রায় দুই বছর তাদের চলাচলের রাস্তায় পিলার নির্মাণ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানান দৃষ্টিপ্রতিবন্ধী আলেফ সরকার (৬০) নামের এক ভিক্ষুক।

স্থানীয় জনপ্রতিনিধিদের স্বরনাপন্ন হয়েও কোন সুরাহা হয়নি। ফলে পরিবারটি বাধ্য হয়ে পিলারে সংকীর্ন ফাঁকা জায়গা দিয়ে কোন রকমে চলাচল করে মানবেতর জীবন যাপন করছে। ঘটনাটি সোমবার উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়। 

রাস্তা অবরুদ্ধের শিকার দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক আলেফ সরকার জানায়, গ্রামের কতিপয় ব্যক্তির সাথে বনিবনা না হওয়ায় প্রায় দুই বছর আগে বসতবাড়ি বিক্রি করেন। এরপর গ্রামের দক্ষিণ মাঠে রাস্তার পাশে জমি কিনে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে দুই কক্ষ বিশিষ্ট বাড়ি নির্মান করেন। কোন রকমে ভিক্ষাবৃত্তি করে ৬ সদস্যের সংসার চলছে তাদের।

ভিক্ষুক আলেফের দাবি, বাড়ির এই জায়গাটি সে প্রতিবেশী আনছার আলীর কাছ থেকে কিনেছে। কিন্তু বেশি দাম না পাওয়ায় আনছার আলী তাঁর উপর ক্ষিপ্ত হয়। এরপর তার রোষানলে পড়ে আলেফ। এছাড়াও বসত বাড়ির পশ্চিমে আনছার আলী তার জমিতে ইটের তৈরী দুইটি পিলার নির্মান করেন। ফলে তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ করে রাখা পিলার অপসারনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলেও কোন সুরাহা পাননি তিনি। এজন্য অনেক কষ্টে বাধ্য হয়ে পিলারের সংকীর্ণ ফাঁকা জায়গা দিয়ে চলাচল করতে হচ্ছে।  

আনছার আলী বলেন, 'দুই বছর আগে আলেফ সরকারের স্ত্রী মনোয়ারা বেগম গালিগালাজ করায় পিলার নির্মান করে রাস্তা বন্ধ করেছি। সে পারলে মাপজোক করে আইনের মাধ্যমে পিলার অপসারণ করুক।'

চাঁপাপুর ইউপি চেয়ারম্যান এ্যাড সামছুল হক বলেন, 'বিষয়টি আমার জানা নেই তবে সরজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।'