বগুড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার পুণঃনির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২০ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

বগুড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার পুণঃনির্মাণ এবং পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার সকালে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।   

পরে এক পথসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌফিক হাসান ময়না।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি বলেন, 'যারা শহীদ মিনারে জুতা পায়ে উঠে পবিত্রতা ও শৃঙ্খলা নষ্ট করেছে তাদের শাস্তি অবশ্যই হবে। কেননা শহীদ মিনার আমাদের চেতনার জায়গা, প্রেরণার পবিত্রতম স্থান। এখানে কোন বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না। সেই সাথে শহীদ মিনারটি পুণঃনির্মাণ করে সকলের দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।' 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল, বতর্মান জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, বিশিষ্ট আইনজীবী নরেশ মূখার্জ্জি, জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, আনন্দ কণ্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, জোটের নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল, ছাত্রলীগনেতা এনামুল জাহিদ তিতাস, জোটের প্রতিনিধি শ্যামল বিশ্বাস, মির্জা আহছানুল হক দুলাল, দৌলতুজ্জামান দৌলত, হাকীম এমএ মজিদ মিয়া, মাহাবুবর রহমান মানিক, আবু সাঈদ অরুন এবং কবি সুকুমার দাসসহ জোটভুক্ত বিভিন্ন সংগটনের নেতৃবৃন্দ।