নওগাঁর রাণীনগরে ১০ টি স্কুলে প্রায় আড়াই লক্ষ টাকার উপকরণ বিতরণ

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২০ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় হাইস্কুল এবং প্রাইমারী সহ ১০ টি স্কুলে ব্লু-টুথ সাউন্ডবক্স, ডিকশনারী ও বঙ্গবন্ধ সমন্ধে লেখা বইসহ প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়েছে।

এছাড়া একই সময় ভিক্ষুক পূণর্বাসন প্রকল্পের আওতায় ইউনিয়নের ৪৬ জন ভিক্ষুককে এক হাজার করে টাকা ও একটি করে শীতের কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব বিতরণ করা হয়।

পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর ইউএনও আল মামুন। অন্যদের মধ্যে উক্ত পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছার রহমান, আব্দুল ওহাব চাঁন,মুক্তিযোদ্ধা শুকবর রহমান, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ সোবহান, কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।