৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২০ ০৭:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬ বার।

দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় যাত্রী ও যানবাহনের পূর্ণ লোড নিয়ে মাঝ নদীতে আটকে ছিল ৪টি ফেরি। তীব্র শীতের মধ্যে আটকে থাকা ফেরি ও মহাসড়কে আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। খবর সমকাল অনলাইন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে রাত ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট কুয়াশার চাদরে ঢেকে গিয়ে মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৮ ঘন্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এদিকে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে নদী পাড় হতে আসা শত শত বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে সিরিয়ালে আটকে পড়ে। কনকনে শীতের মধ্যে সারা রাত মহাসড়কে আটকে থাকা যানবাহনের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে জানান, সিরিয়ালে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত সময়ের মধ্যে নদী পারাপার করা হবে। এ ছাড়া দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।