বগুড়া র‌্যাবের অভিযানে ১৫০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২০ ১০:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৮ বার।

র‍্যাপিড একশান ব্যাটালিয়ন(র‍্যাব) ১২ বগুড়ার অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল সোয়া ৭ টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শিমুলতলী এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- সিরাজগঞ্জ জেলার শয়াগোবিন্দ ভাঙাবাড়ি এলাকার যথাক্রমে- আবুল কাশেমের ছেলে সাবিত হোসেন(২৮) এবং মৃত শরবেশ আলী ব্যাপারীর ছেলে আঃ মান্নান(৪৮)। এসময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ১৫০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন, ৭৯ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও সিম এবং নগদ ২৮ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইনজেকশন ও ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।