ঢাবি ছাত্রীকে ধর্ষণঃ ধর্ষকের ফাঁসির দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২০ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। বুধবার বেলা ১২ টায় শহরের ব্রীজের মোড়ে স্বাধীনতা ভাস্কর্য চত্তরে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। 

বুধবার ঘন্টাব্যাপী চলা ওই প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ন রকি সরকার, কলেজ শিক্ষার্থী তনুশ্রী নন্দি, সুরাইয়া জামান এবং মোস্তাইন বিল্লাহ। এসময় বক্তরা বলেন, 'গত ২০১৭ সালে ধর্ষণের শিকার হয়েছে ৮১৮ জন, ২০১৮ সালে ৭৩২ জন এবং ২০১৯ সালে বিগত বছরের চেয়ে দ্বিগুন ধর্ষণের শিকার হয় ১ হাজার ৪১৩ জন। এসব ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে পারলে এই ধরনের চিত্র আর দেখতে পাওয়া যেত না। তাই অবিলম্বে ঢাবি ছাত্রীকে ধর্ষণকারী ওই  ধর্ষকের ফাঁসির দাবি জানাচ্ছি।'