বগুড়ায় টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজে ১ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২০ ১২:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

বগুড়ায় টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ (টিইসি) এর ২০১৫-১৬ সেশনের প্রথম ব্যাচের বিদায় উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার শহরের ঠেঙ্গামারায় নিজস্ব ক্যাম্পাসে সিএসই. ইইই, সিই ও টিই এই চার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।

দু‘দিন ব্যাপী ওই অনুষ্ঠানের প্রথম দিন ছিল কলেজ বাসে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শহর প্রদক্ষিণ ও ক্যাম্পাসে ফ্লাশ মব, আড্ডা। দ্বিতীয় দিনে সকালে টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালক ও চীফ (প্রোগ্রাম সেক্টর) জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, টিএমএসএস এর সহকারী পরিচালক সাজ্জাদুল বারী সুমন এবং টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজের ভাইস-প্রিন্সিপাল ওয়াসিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

পরে বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে টিইসি ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।