সংসদের শীতকালীন অধিবেশন শুরু বৃহস্পতিবার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২০ ১২:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০ বার।

চলতি একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন বসতে যাচ্ছে বৃহস্পতিবার।

বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথম দিনের বৈঠক শুরু হবে। নতুন বছরের শুরুতে বসা এই অধিবেশন শীতকালীন অধিবেশন নামে পরিচিত। এই অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের বৈঠকে ভাষণ দেবেন।

এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং সংসদের চিফ হুইপ অংশ নেবেন। খবর সমকাল অনলাইন 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার সংবিধানিক ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর চিফ হুইপ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন। পরে সদস্যরা আলোচনায় অংশ নেবেন।

তবে সংসদের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনও সদস্যের মৃত্যুর পরে বসা প্রথম দিনের বৈঠক মুলতবি করা হয়। সম্প্রতি গাইবান্ধা-৩ আসনে থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করেন। কিন্তু নতুন বছরের শুরুর অধিবেশনের প্রথম দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই অধিবেশন শুরুর পরপরই শোক প্রস্তাব গ্রহণ করা হবে এবং কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। পরে রাষ্ট্রপতি তার ভাষণ দেবেন।

সংসদ সংশ্নিষ্টরা জানান, সাধারণত বছরের প্রথম (শীতকালীন) ও জুনের শুরুতে বসা (বাজেট) অধিবেশনের মেয়াদ দীর্ঘ হয়। এবারেও বেশকিছু গুরুত্বপূর্ণ বিল উঠতে যাচ্ছে সংসদের বিবেচনার জন্য।

এর আগে চলতি একাদশ সংসদের পঞ্চম অধিবেশন গত ১৪ নভেম্বর শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যে ৬০দিনের কম বিরতিতে বৈঠকে বসতে হয়।

এই অধিবেশনের মেয়াদ সম্পর্কে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, শীতকালীন অধিবেশন কতদিন চলবে সেটা এখন বলা যাচ্ছে না। মার্চের শেষ দিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের একটি বিশেষ অধিবেশন হবে। এজন্য আসন্ন অধিবেশন ও বিশেষ অধিবেশনের মাঝে বেশ খানিকটা বিরতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।