শাজাহানপুরে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া সামগ্রি বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১০:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

বগুড়ার শাজাহানপুরে যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি)’র অর্থায়নে স্থানীয় এলাকায় ক্রীড়া ও যুব সংগঠন গুলোর মাঝে ক্রীড়া সামগ্রি বিতরণ করছে শাজাহানপুর উপজেলা পরিষদ। এতে একদিকে খেলাধুলার প্রতি যুবদের মাঝে উৎসাহ দেখা দিয়েছে অপরদিকে ক্রীড়া সংগঠন গুলোও সক্রিয় হয়ে উঠেছে। 
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ২ লাখ টাকা ব্যয়ে ২৫টি সংগঠনের মাঝে ক্যারাম বোর্ড বিতরণ করেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ ৩ লাখ টাকার পৃথক দু’টি প্রকল্পের মাধ্যমে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্রীড়া ও যুব সংগঠনের মাঝে ৪৩২টি ফুটবল বিতরণ করেছেন।  বৃহস্পতিবারও শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবে ১টি ক্যারাম বোর্ড প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহমুদা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রভাষক ছান্নু জানিয়েছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার অভাবে যুব সমাজ বখে যাচ্ছে। তাদেরকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা করা জরুরী। তাই উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রি বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।