নন্দীগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১১:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. এম এমজি সারোয়ার সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ। 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড ১১ই জানুয়ারি শনিবার) পালন করা হবে।