মুম্বাই পুলিশের জালে দাউদ ইব্রাহিমের সঙ্গী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

দাউদ ইব্রাহিমের সঙ্গী বলে পরিচিত গ্যাংস্টার ইজাজ লাকড়াওয়ালাকে গ্রেপ্তারের দাবি করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পাটনা যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। অপহরণ এবং খুনের চেষ্টাসহ অন্তত ২৫টি মামলায় অভিযুক্ত ইজাজ দীর্ঘদিন ধরেই ফেরার ছিল। তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশও জারি করেছিল।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর পর মাস ছয়েক আগে ভারতে তার গতিবিধি নজরে আসে গোয়েন্দাদের। তার পর থেকেই শুরু হয় তথ্য জোগাড়, গতিবিধি মনিটরিং। এর মধ্যে গোয়েন্দারা খবর পান, ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট বানিয়ে কানাডায় পালানোর চেষ্টা করছেন তার মেয়ে সোনিয়া। মুম্বাই বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এর পর শুরু হয় আরও তৎপরতা।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার সন্তোষ রাস্তোগি বলেন, ‘ছয় মাস ধরে আমরা ইজাজ লাকড়াওয়ালাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছি। ইজাজের মেয়েকে গ্রেপ্তারের পর গুরুত্বপূর্ণ তথ্য মেলে। আমাদের গোপন একটি সূত্র জানিয়েছিল, ইজাজ পাটনায় যাচ্ছে। সেই সূত্রেই তার পিছু নিয়ে ধরা হয় তাকে।’

সঙ্গী ধরা পড়ায় দাউদের খোঁজ মিলবে বলে আশা করছে ভারত। দাউদ আসলে কোথায় আছেন তা নিয়ে আন্তর্জাতিক বিশ্বে আলোচনা বহুদিনের। ভারত সব সময় দাবি করে, পাকিস্তানই দাউদকে আশ্রয় দিয়েছে। পাকিস্তান আবার এই দাবি অস্বীকার করে।

যুক্তরাষ্ট্র ২০০৩ সালে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে ইন্টারপোলও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১৩টি স্থানে বিস্ফোরণ হয়। এতে সাড়ে তিন শ সাধারণ মানুষ নিহত হয়। ভারতের পুলিশের ধারণা, এ বোমা হামলায় দাউদের হাত ছিল। এরপর থেকেই তাকে ধরার জন্য খুঁজছে ভারতের পুলিশ।