বগুড়ায় গাকের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১৩:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮৭ বার।

বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের আয়োজনে ৩ শতাধিক রোগীকে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহরের জয়পুরপাড়া ব্রাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গাক আয়োজিত একটি ক্যাম্পে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ক্যাম্পে চোখে ছানি পড়া রোগীদের বাছাই করা করা হয়।   

বৃহস্পতিবার দিন ব্যাপী প্রায় ৩ শত ৫০ জন রোগীর চোখের ফ্রি চিকিৎসা, ঔষুধ ও চশমা বিতরন করা হয়। এসময় ছানীদের বাছাই করে ২৪০০ টাকায় গাক চক্ষু হাসপাতালে যাওয়া, আসা, অপারেশ, ঔষধ, চশমা ও থাকা খাওয়া ব্যবস্থা করা হয়েছে।  

গাক আয়োজিত দিনব্যাপী ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এনামুল প্রাং, ইমরান মন্ডল, আবু তাহের, মাফুজার রহমান ও মিজানুর রহমান মিজু, ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন, গাক চক্ষু হাসপাতালের ডাঃ আফসানা সিফাত, ক্যাম্প অর্গানাইজার শাহিনুর ইসলাম, অপথালমিক সহকারী তামবিরা সুলতানা, আকলিমা আকতারসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।