বগুড়ায় বিকেএলটিসি'র প্রধান কার্যালয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১৩:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

উত্তরবঙ্গের স্বনামধন্য ভাষা প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র (বিকেএলটিসি) এর প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে শহরের কামাড়গাড়ি রেলগেট হাজী ছফির উদ্দিন কমপ্লেক্সের নিচতলায় উদ্বোধন অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক শাহীনুর রহমান শাহীনের তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কার্যালয়ের  উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বর্তমান সরকার বৈদিশিক কর্মসংস্থান সৃষ্টি করে দেশের লাখো বেকারকে সাবলম্বী করে তুলেছে। সেই সাথে বিদেশ থেকে অর্জিত হচ্ছে বিপুল পরিমাণ রেমিটেন্স। আর সেক্ষেত্রে বিদেশগামী জনগণকে প্রস্তুত করতে উত্তরবঙ্গে বিকেএলটিসি পরিবারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।'

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সা: সম্পাদক সুজা রহমান বুলা, শহর সেচ্ছাসেবকলীগের উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি, সাবেক ছাত্রনেতা আসলাম হোসেন, যুবলীগ নেতা নাসির উদ্দিন, আবু সাঈদ লেলিন, তৌহিদ এবং ছাত্রনেতা কাউসার আহম্মেদ।ন

উল্লেখ্য, বিগত কয়েক বছরে অত্যন্ত সফলতার সাথে বিকেএলটিসি পরিবার কোরিয়ান, জাপানি, ফ্রেন্স, চায়নিজ ও আরবি ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে ভূমিকা রেখে যাচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরেও দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়োগ পরীক্ষায় উক্ত কেন্দ্র হতে ইতিমধ্যে প্রাথমিক বাছাই পর্বে ১৬৮ জন উর্ত্তীণ হয়েছে। চূড়ান্ত পরীক্ষার পর তারা সকলে ৮০ হাজার টাকায় দক্ষিণ কোরিয়ায় স্বপ্নের চাকরিতে যোগদান করবেন।