বগুড়া সদরে ৪৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২০ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

বগুড়া সদরে ৪৬ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষ্যে বৃহস্পতিবার সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় এই তথ্য জানান তিনি। 

বৃহস্পতিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় ডাঃ সামির হোসেন মিশু বলেন, 'সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৫ হাজার ৫৯৬ জন, ১২ থেকে ৫৯ বছর বয়সী শিশু ৪০ হাজার ৪৮৭ জন। ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ২৬৫ টি কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইনের কাজ করা হবে। এর সাথে পাঁচ সহস্রাধিক স্বেচ্ছাসেবী কাজ করবে।' 

ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু’। এছাড়াও  বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা শাহনাজ পারভীন। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বগুড়া ওয়ার্ল্ড ভিশন এমএন্ডই অফিসার সাদিকা বেগম, ফটো সাংবাদিক আসাদ-উদ-দৌলা ডিউক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতী আব্দুল কাদের, বগুড়া সদর ব্রাকের ম্যানেজার মশিউর রহমান, সদর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাঃ আসমা হক, রাজাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র’র (সহকারী সার্জন) ডাঃ ইফতেখার হায়দার খান, ডাঃ বুবলী সাহা, ডাঃ ফারজানা আফরিন, ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, ডাঃ জেনিফার জাকারিয়া, ডাঃ নিশাত তাসনীম, ডাঃ ছাদিয়া মুহতাদী, ডাঃ প্রিয়ম তালুকদার, সেভ দ্যা চিলড্রেন এর ডাঃ তানিয়া তাবাসসুম, গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, ফাঁপোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ মহররম আলী, টিএমএসএস প্রতিনিধি সুফিয়া বেগম, সদর উপজেলা এসআই ভুপেন্দ্র নাথ রায়, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আবু বক্কর সিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইয়াকুব আলী, সদর মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ মোতাহার হোসেন।

সভায় ডাঃ আসমা হক ভিটামিন 'এ'র উপর তথ্য উপাত্ত সমৃদ্ধ একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় সভায় সকল রিসোর্স পারসন ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন দিবসটিকে সফল করার লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত ব্যাক্ত করেন এবং সম্মানিত উপস্থিতির প্রশ্নের উত্তর প্রদান করেন।