বগুড়ায় ভ্যাসলিনের প্রচারে বিপাশা হায়াত

অরূপ রতন শীল
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮ ০৯:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬৩ বার।

ত্বকের শুষ্কতা, ঠোঁট ফাটা, পা ফাটার মতো ছোটখাটো সমস্যাই সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ। এই ভাবনা থেকেই ২০১৬ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন সুবিধাবঞ্চিত এলাকার মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করতে শুরু করেছে ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’। 

ভ্যাসলিন আয়োজিত এই সামাজিক সচেতনতা মূলক ওই প্রজেক্টের কার্যক্রমের অংশ হিসেবে ১৫ নভেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান। সকাল ১০টায় টিএমএসএসের আল্লামা ইকবাল অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্টের শুভেচ্ছা দূত জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।


পুরো অডিটিরিয়াম বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে  কানায় কানায় পূর্ন। অপেক্ষার ছাপ সবার চোখে-মুখে। বিপাশা হায়াত কখন মঞ্চে উঠবেন এই নিয়ে সবার মাঝে  উৎসাহও ছিল চোখে পরার মত।  অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি  সকাল ১১ টায় অনুষ্ঠানস্থলে পৌছালেন। তখন পুরো মিলনায়তন জুড়ে করতালির শব্দ।

সবার ভালবাসায় মুগ্ধ হয়ে উজ্জ্বল হাসি দিয়ে মঞ্চে উঠলেন বিপাশা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি খুব সাধারণ মানুষ। যখন ভাল লাগে সেটাই ভালবেসে করার চেষ্টা করি।’  তিনি ২৪ ঘন্টায় যে কোন অবস্থায় থেকে ১০ সেকেন্ড সুবিধা বঞ্চিতদের নিয়ে ভাবার আহবান জানান।  তিনি  বলেন ‘সুবিধা বঞ্চিতদের নিয়ে ভ্যাসলিন সারা বছরই ভাবে।’ বক্তব্যের মাঝে তিনি  সুবিধাবঞ্চিত কারা? আর এদের সমস্যাগুলো কোথায়? এই নিয়ে ১০ সেকেন্ড ভাবতে বলেন। সময় গণনাকাজটি বিপাশা নিজেই করেন। তারপর দর্শক সারি থেকে ৩জন নারী- পুরুষকে পৃথকভাবে  মঞ্চে ডেকে নেন। এক সময় নিজেই হাত এগিয়ে দিয়ে মঞ্চে ডাকা সেই তিনজনকে পাশে  নিলেন।  সাহসও দিলেন পাশে দাঁড়িয়ে। শোনেন তাদের মতামত । তারপর নিজেই সুবিধাবঞ্চিতদের নিয়ে পরিকল্পনা এবং ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন।  এই সাথে তিনি বগুড়াসহ উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করাতে ১ লাখ ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিনামূল্যে বিতরণেরও ঘোষণা দেন।

অনুষ্ঠানের শুরুতে ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’-এর প্রচারণায় নির্মিত একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।  ওই প্রোজেক্টে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এনজিও পার্টনার হিসেবে আছে টিএমএসএস।


আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় ‘ভ্যাসলিন হিলিং প্রোজেক্ট’ থেকে সংগৃহীত ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি এনজিও পার্টনার টিএমএসএস-এর সহযোগিতায় পৌঁছে দেয়া হবে উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে।