বগুড়ায় মাইক্রো-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২০ ১২:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

বগুড়ার আদমদীঘিতে মাইক্রো ও ইজিবাইকের (টমটম) মুখোমুখী সংঘর্ষে আলামিন নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরো ৪ জন। নিহত আলামিন আদমদীঘির বড়-আখিড়া গ্রামের হবির ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকারোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো- চালক ফরহাদ আলী (২৮), আহাদ আলী (২৫), বিমল চন্দ্র সরকার (৫৫) এবং আব্দুল আলীম (৩৮)। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার সকালে মহাসড়কের আদমদীঘির অদুরে পূর্ব ঢাকারোডে বড় আখিড়া গ্রাম থেকে ইজিবাইক (টমটম) যাত্রী নিয়ে সান্তাহার অভিমুখে যাচ্ছিলো। পথে নওগাঁগামী বিপরীত মুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকের চালকসহ সকল যাত্রী আহত হয়। মাইক্রোটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করলে আহাদ আলী (২৫) কে নওগাঁ বিমল চন্দ্র সরকার (৫৫), আব্দুল আলিম (৩৮), চালক ফরহাদ আলী (২৮) ও আলামিনকে প্রথমে আদমদীঘি হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলামিন নামের ওই কিশোর মারা যায়।  

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, এই ঘটনায় অভিযাগে নেয়া হয়েছে।