এবার ফেদেরারের পেছনে লাগল গ্রেটা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২০ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮ বার।

জলবায়ু রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীতে পরিচিতি পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এবার টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের সমালোচনা করেছে। সুইডেনের সবচেয়ে বড় ব্যাংক ক্রেডিট স্যুইসে লেনদেন করায় ফেদেরারকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছে সে।

ক্রেডিট স্যুইস ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ বহু পুরোনো। তারা পরিবেশ দূষণকারী বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছে।

গ্রেটা টুইটারে লিখেছে, ‘ক্রেডিট স্যুইস ২০১৬ সাল থেকে নতুন জীবাশ্ম জ্বালানি জমা করা বিভিন্ন কোম্পানিকে ৫৭ বিলিয়ন ডলার দিয়েছে। আমাদের আন্দোলনের সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক।’

এই টুইটের সঙ্গে একটি হ্যাশট্যাগ চালুও করেছে গ্রেটা: #RogerWakeUpNow।

টুইটের পর নিজ দেশের সাংবাদিকদের কাছেও গ্রেটা ফেদেরারের সমালোচনা করে। সে বলে, ‘রজার ফেদেরারকে স্যুইস ব্যাংক বৈশ্বিক মুখপাত্র মনে করে। তার মতো মানুষ এখানে যুক্ত হলে ভুল বার্তা যায়।’

১৬ বছর বয়সী এই কিশোরী নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসে। তার আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ সে এবার জাতিসংঘে নিজের বক্তব্যে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করে।