বগুড়ায় হেলিকপ্টারে ওয়াজ মাহফিলে আসলেন হুজুর!

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি 
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২০ ১৪:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৬৩ বার।

হেলিকপ্টারে হুজুর আসছেন ওয়াজ করতে-এমন সংবাদ ছড়িয়ে পড়ায়  শুক্রবার বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের খোদাবন্দবালা গ্রামে শুরু হয়েছিল উৎসুক জনতার ঢল। সকাল থেকেই আবাল- বৃদ্ধ -বনিতার দৃষ্টি দক্ষিণ আকাশের দিকে। কখন আসবে হেলিকপ্টার। প্রতীক্ষা যেন শেষ হবার নয়। 
অবশেষে সাড়ে ১২টার দিকে দেখা মিলল হেলিকপ্টারের। ফট্ ফটা ফট্ শব্দে এগিয়ে আসছে। আফছা আফসা থেকে এক সময় স্পষ্ট হলো হেলিকপ্টারের চেহারা। অবশেষে বেলা পৌঁনে ১টায় খোদাবন্দবালা গ্রামের একটি ফসলি জমিতে অবতরণ করলো আকাংখিত সেই হেলিকপ্টার। তার পাখার প্রবল বাতাসে আশপাশের গাছগাছালির ডালপালা দুমড়ে মুচরে যাচ্ছিল। পাখার গতি কমে আসতে আসতে থেমে গেল। একপর্যায়ে দরজা খুলে নেমে এলেন পাইলট। তারপর নামলেন যার ওয়াজ শুনতে দীর্ঘদিন যাবত অপেক্ষা সেই ওয়াজিন হযরত মাওলানা মো: তোফাজ্জল হোসেন ভৈরবী। তিনি ভৈরব বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওয়াজিন তোফাজ্জল হোসেন খোদাবন্দবালা জামে মসজিদে জুম্মার নামাজের ইমামতি করেন এবং বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ওয়াজ করেন। এরপর ওই হেলিকপ্টার যোগেই আবার ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন। আলোড়ন সৃষ্টিকারী এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও খরনা ইপি চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহিন। 
এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক নূরুল আমিন শিশিরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগণ অংশ নেন। 
তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছাওয়াব কমিটির সহ-সভাপতি ইনছান আলী জানিয়েছেন, হুজুরের ওয়াজ করার কথা ছিল বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের জন্য বিকেল ৪টার পর ঢাকায় কোন হেলিকপ্টার অবতরণ করতে পারবেনা বলে হুজুরকে আগেই চলে যেতে হয়েছে। একটু সময় নিয়ে ওয়াজ পেশ করতে তিনি আগামী বছর আবারও আসতে চেয়েছেন। ইনছান আলী আরও জানান, মসজিদ কমিটি নয়, গ্রামবাসি নিজেদের উদ্যোগে ১ লাখ ৭০ হাজার টাকা হেলিকপ্টার ভাড়া পরিশোধ করেছেন। সম্মানী নিতে হুজুরের আপত্তি থাকা সত্বেও তাকে দেয়া হয়েছে ৩০ হাজার টাকা।   
সারা দেশে এখন চলছে ইসলামী জালসা আর তাফসীরুল কোরআনের মাহফিল। বগুড়ার শাজাহানপুরেও প্রতি রাতে ১০-১২টি ইসলামী জালসা অনুষ্ঠিত হচ্ছে। জালসায় উপস্থিত হয়ে মুসুল্লীগণ কোরআন হাদিসের কথা শুনছেন। এ উপলক্ষ্যে জালসার আশপাশের বাড়িতে দেখা যাচ্ছে নাইওরিদের ব্যাপক উপস্থিতি। এতে পল্লীগ্রামে শুরু হয়েছে উৎসবের আমেজ।