বগুড়া ক্রীড়াঙ্গণের জনপ্রিয় মুখ জলিলুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২০ ০৬:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৫ বার।

বগুড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ মুক্তিযোদ্ধা জলিলুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, জলিলুর রহমান দীর্ঘদিন ধরেই বাধ্যক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বুকের ব্যাথা অনুভব করেন। রাত ৯টার দিকে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। শনিবার বাদ আসর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
শহিদুল ইসলাম জানান, জলিলুর রহমান ১৯৪২ সালে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকার সম্ভ্রান্ত পশারি পরিবারের জন্মগ্রহণ করেন। বগুড়ার ক্রীড়াঙ্গণে তিনি কৃতি সাঁতারু হিসেবেই পরিচিত ছিলেন। তবে ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের খেলা আয়োজন এবং পরিচালনার সঙ্গে সব সময় যুক্ত থেকেছেন। তিনি বলেন, ‘জলিল সাহেবের মৃত্যুতে বগুড়ার ক্রীড়াঙ্গন একজন অভিভাবক হারালেন।’ তাঁর মৃত্যুতে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।