'ক্রীড়াঙ্গণের বিকাশে ঐক্যবদ্ধভাবে সকলকে ভূমিকা রাখতে হবে'

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২০ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮০ বার।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মাহমুদুর রহমান বলেছেন, ক্রীড়াঙ্গণের বিকাশে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী খেলাধুলা নানা প্রতিবন্ধকতায় আজ বিলুপ্তির পথে। দিন দিন মাঠের সংকীর্ণতা এবং আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের বর্তমান প্রজন্ম আজ ক্রীড়াঙ্গণবিমুখী হয়ে যাচ্ছে যার কারণে তাদের শারিরিক ও মানসিক বিকাশও ব্যাহত হচ্ছে।

ক্রীড়াক্ষেত্রের বিকাশের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ঢাকন্তা এলাকায় শুক্রবার রাতে লাল সবুজ একতা সংঘের আয়োজনে ২য় বারের মতো আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদুর রহমান উপোরোক্ত কথাগুলি বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান কামরুল আলম রিপু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু এবং লাল সবুজ একতা সংঘের সভাপতি এ্যাড. মো: মিজানুর রহমান। এসময় সংগঠনের উপদেষ্টা, সদস্যবৃন্দসহ নানা শ্রেণীপেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত ৪ বছর যাবত লাল সবুজ একতা সংঘ বিভিন্ন ইতিবাচক দৃশ্যমান সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে ভবিষ্যতেও ভাল কাজে দেশ ও দশের কল্যাণে উক্ত সংগঠনটি তাদের কাজের ধারা বজায় রাখার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।