বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে টিএমএসএস‘র 'বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি' প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২০ ১৩:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে টিএমএসএস'র উদ্যোগে ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। শুক্রবার ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে টিএমএসএস মাসুদা ম্যাটারনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা খাতুন রিমাকে ১ম কিস্তির এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর কর হয়।

চেক হস্তান্তর করেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস'র উপদেষ্টা ইজার উদ্দিন, সদস্য(জিজিআইসি) এনামুল হক,পরামর্শক (টিএমএসএস কোম্পানী) শৈলেশ্বর বসাক, পরামর্শক (এইচআরএম এন্ড এ) চন্দ্রনাথ বসাক, নির্বাহী পরামর্শক (টিএসএএল) কর্ণেল (অবঃ) জয়নুল আবেদীন, সার্বিক অর্থ কর্মকর্তা সুরজিৎ কুমার সাহা ও পরিচালক (অর্থ) আবুল বাসার ভূঁইয়া সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।