পশ্চিমবঙ্গে মোদিকে কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ০৬:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫ বার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ রাজ্য সফরে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন। যাত্রাপথে কালো পতাকা আর ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছে তাকে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতা শহরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল বাম, কংগ্রেসসহ একাধিক বিরোধী দল ও তাদের শাখা সংগঠন। মোদি রাজভবনে যাওয়ার সময় এদেরই রোষানলে পড়েন।

পুলিশ বাধা দিলে চরম উত্তেজনা তৈরি হয়। তখনই রানি রাসমনি অ্যাভিনিউর তৃণমূলের ছাত্র সংগঠনের মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও ‘গো ব্যাক’ স্লোগান দেন তারা।

মমতা তাদের বলেন, আপনারা যে দাবিতে আন্দোলন করছেন, আমরাও সেই দাবিতে পথে আছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন।’

বিক্ষোভকারী ছাত্রদের পক্ষ থেকে পাল্টা জানিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিকে সমর্থন করেন, তবে ব্যারিকেড সরিয়ে তাদের রাজভবনে যেতে দেওয়া হোক।

তখন মমতা বলেন, ‘কেন্দ্র গতকাল জেদ করে এনপিআর-এর বিজ্ঞপ্তি জারি করেছে। তা কাগজেকলমেই থাকবে। যতক্ষণ দেশের মানুষ চাইবে না, ততক্ষণ তা কার্যকর হবে না। আর এখানে আমরা তো কার্যকর করবই না।’

তিনি জানিয়ে দেন, রাজভবনের বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকেও সে কথা জানিয়ে এসেছেন।