বগুড়ায় র‍্যাবের অভিযানে ৩৫২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ০৯:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

র‍্যাপিড একশান ব্যাটালিয়ন (র‍্যাব) বগুড়ার অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকাল পৌণে ৭টায় শেরপুর থানার ধুনট মোড় এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন- টাঙ্গাইল মধুপুর থানার পচিশা গ্রামের মৃত ওসমান গণির ছেলে সাকের আহম্মেদ হিতু(৪০) এবং একই উপজেলার বিশনাইপাল এলাকার আজম আলীর ছেলে আবু হাশেম(২৯)। এসময় তাদের পাথর বোঝাই ট্রাক থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ও ৩ টি সিম এবং ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া- ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধুনট মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে নুড়ি পাথর বোঝাই একটি ট্রাকের পিছন থেকে (ঢাকা মেট্রো-ট-২২-৫৬১৪) পুরাতন পাটের বস্তা থেকে ৩৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময়  ট্রাকের ড্রাইভার হিতু এবং হেলপার আবু হাশেমকে গ্রেফতার সহ তাদের কাছ থেকে দুইটি মোবাইল ও ৩ টি সিম এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।