ফেন্সিডিল বিক্রির ছবি প্রকাশ করায় বগুড়ায় যুবলীগ নেতাকে মারপিট

ধুনট(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১০:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯৫ বার।

বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য শাহ আলী শেখকে (৩২) মারপিট ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ফেন্সিডিল বিক্রয়ের ছবি ফেসবুকে প্রকাশের জের ধরে শনিবার রাত ১০টার দিকে উপজেলা ষ্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ আলী ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের ইমান আলীর ছেলে। 

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধুনট পৌর এলাকার অফিসারপাড়া গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব হোসেন (২০) ও একই এলাকার মাদক কারবারি শাহাদৎ হোসেনের ছেলে তানভির হাসান (২১) কে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে আহত যুবলীগ নেতা শাহ আলী শেখ বাদী হয়ে উপজেলা যুবলীগের সমাজকল্যান বিয়ষক সম্পাদক গোলাম মুহিত চাঁন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আন্তর এবং গ্রেপ্তারকৃত দু’জনসহ ৭জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ডিসেম্বর রাতে ‘সবুজ ঘাস’ নামে ফেসবুক আইডি থেকে আটক তানভির হাসানের বাবা শাহাদৎ হোসেনের ফেন্সিডিল বিক্রির ছবি পোস্ট করা হয়। ছবিতে দু’বোতল ফেন্সিডিল ক্রেতার হাতে তুলে দিচ্ছে শাহাদত হোসেন। অন্যহাতে সে ক্রেতার হাত থেকে এক হাজার টাকার একাধিক নোট গ্রহন করছে। এই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার এড়াতে শাহাদত পলাতক রয়েছে।

এদিকে বাবার মাদক বিক্রয়ের ছবি ফেসবুকে ভাইরাল করার সাথে যুবলীগ নেতা শাহ আলী জড়িত রয়েছে বলে সন্দেহ করে তানভির। এ ঘটনার জের ধরে শনিবার রাতে শাহ আলীকে ধুনট বাজার থেকে কৌশলে উপজেলা ষ্টাফ কোয়ার্টার এলকায় নিয়ে যায় তানভির ও তার লোকজন। একপর্যায়ে তারা শাহ আলীকে কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রেখে যায়। এ সময় শাহ আলীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে আহত শাহ আলীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ২ যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত এবং ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।