বগুড়ার ধুনটে শীতার্তদের পাশে ঢাবি শিক্ষার্থীরা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১১:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোড টু হিউম্যানিটি’। রোববার সকাল ১১ টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৩০০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন মাহমুদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসান বিপ্লব, স্বেচ্ছাসেবী সংগঠন রোড টু হিউম্যানিটির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজল ডাকুয়া, জয় প্রসাদ মদক, সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহতাব আদিব, সদস্য নাজমুল ইসলাম, নাইদ বাবু, আহনাফ আতিফ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণ, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, রানা বাবু, রিতু ও শিহাব।