ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে ফারসি ভাষায় ট্রাম্পের টুইট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১২:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৭ বার।

১৭৬ যাত্রীসহ ইউক্রেনীয় বিমান ভূপাতিতের কথা ইরান স্বীকার করে নেয়ার পর গতকাল শনিবার ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ হয়। একদল ইরানি তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টুইট করে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন।

ইংরেজি এবং ফারসি ভাষায় দুটি টুইট করেছেন ট্রাম্প। টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘ইরানের সাহসী ও ভুক্তভোগী জনগণকে: আমি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই আপনাদের পাশে আছি এবং আমার প্রশাসন আপনাদের সমর্থন দিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের প্রতিবাদ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আপনাদের সাহস আমাদের অনুপ্রেরণা যোগায়।’

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের টুইটার অ্যাকাউন্ট থেকে বিক্ষোভের ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, ‘আয়াতুল্লাহর শাসন ব্যবস্থার মিথ্যাচার, ব্যর্থতা এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে ইরানি জনগণ তাদের প্রতিবাদ চালিয়ে যাবে।’

আলজাজিরা জানিয়েছে, সামরিক বাহিনীর অনিচ্ছাকৃত ভুলে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার কথা তেহরান স্বীকার করার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেছে একদল ইরানি বিক্ষোভকারী।

স্থানীয় সময় শনিবার টুইটারে প্রকাশিত ভিডিওতে আমির কবির বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের ‘সর্বাধিনায়কের পদত্যাগ, পদত্যাগ’ স্লোগান দিতে দেখা গেছে। খবর আলজাজিরা।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের সমাবেশ থেকে ‘উগ্রবাদী’ স্লোগান দেওয়ার পর বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় ইরান পুলিশ।

বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা ইরান সরকারকে ‘মিথ্যাবাদী’ বলে স্লোগান দেয় এবং উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দায়ীদের পদত্যাগ ও বিচারের দাবি জানায়।