শিরোপা জিতলেই ১ লাখ ডলার পাবেন জামালরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

বাংলাদেশ জাতীয় দলকে বঙ্গবন্ধু গোল্ডকাপে সর্বোচ্চটা দিয়ে খেলার আহ্বান জানান কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি গোল্ডকাপের শিরোপা জিতলে খেলোয়াড়দের এক লাখ ডলার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ। শিরোপা জিতলে জামাল ভূঁইয়ারা পাবেন ওই অর্থ। আর রানার্সআপ হলে জেমি ডের শিষ্যরা পাবেন ৫০ হাজার ডলার অর্থ পুরস্কার। খবর সমকাল অনলাইন 

তবে কাজটা মোটেও সহজ নয় বাংলাদেশ ফুটবল দলের জন্য। উদ্বোধনী দিনে বিকেল ৫টায় নিজেদের প্রথম ম্যাচে জামাল ভূঁইয়ারা খেলবেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে। বঙ্গবন্ধু গোল্ডকাপে 'এ' গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ শ্রীলংকা। আর গ্রুপ 'বি'তে আছে মরিশাস, বুরুন্ডি ও সেশেলস।

বাংলাদেশ সেমিফাইনালে উঠলে আফ্রিকান এই তিন দলের একটিকে পাবে লাল সবুজের প্রতিনিধিরা। র‌্যাংকিং ওই তিনদলের মধ্যে বাংলাদেশের উপরে আছে বুরুন্ডি ও মরিশাস। গত আসরে ফিলিস্তিনের বিপক্ষে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে খেলা বলে আশাবাদী অনেকে।

সালাউদ্দিন তাই বলেন, 'ফেডারেশন তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে পারবে। খেলে দিতে পারবে না। তাদেরই খেলতে হবে। তারা যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে এক লাখ আর রানার্সআপ হলে ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।'