দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে- জিএম সিরাজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম  মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার অবৈধভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। দেশের গণতন্ত্র রক্ষায় বেগম জিয়ার মুক্তির বিকল্প নেই। দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকেও দেশে ফিরিয়ে আনা হবে।

শনিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলায় শহরের খন্দকারপাড়াস্থ দলীয় কার্যালয়ে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের পক্ষ থেকে দু:স্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম তোতার সভাপতিত্বে এসময় তিনি আরও বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেননি। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তারা জোরপূর্বক ক্ষমতায় এসেছে। এ ক্ষমতা চিরস্থায়ী নয়। তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করুন। অন্যথায় পালানোর পথ পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।'

শেরপুর শহর বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহম্মেদ জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কে.এম মাহবুবার রহমান হারেজ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাবলু, পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল হাই সিদ্দিকি হেলাল, মোয়াজ্জেম হোসেন, জি এম মোস্তফা কামাল, আফতাব হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, ছাত্রদল নেতা মামুনুর রশিদ আপেল এবং আরিফুল ইসলাম আরিফ।

এর আগে উপজেলার দশমাইল, মহিপুর ও ধুনটমোড় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।