বগুড়ার মনন জেলায় অভিনয়ে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে বিভাগীয় প্রতিযোগিতায়

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১৩:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬০ বার।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা '২০২০ এর উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় উপস্থিত অভিনয়ে প্রথম হয়েছেন মনোমোহন রায় মনন। খ গ্রুপ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন নিজ ঝুলিতে পুড়ে এবার রাজশাহী বিভাগে একক অভিনয় প্রতিযোগিতায় নাম লেখালো বগুড়ার মনন। রাজশাহীতেও সাফল্য পেলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। গত ১১ জানুয়ারি জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় তাকে। 
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র মনন বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে খ গ্রুপে অংশ নেয়। মনন ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত জাতীয় সাংস্কৃতিক ও নাট্য উৎসবে অভিনয়ে 'মঞ্চকুঁড়ি' পদক অর্জন ছাড়াও জেলা পর্যায়ের জাতীয় দিবসসহ বিভিন্ন দিবসে কবিতা আবৃত্তি ও সঙ্গিত প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে। এছাড়া মনন বিভিন্ন সময়ে ঢাকা ও বগুড়ার বিভিন্ন মঞ্চে এবং বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা চ্যানেলে বেশ কিছু শিশুতোষ নাটকে অভিনয় করেছে। সে বগুড়া উচ্চারণ একাডেমির পরিচালক শিশু সংগঠক এ্যাডভোকেট পলাশ খন্দকারের কাছে অভিনয় ও আবৃত্তি শিখছে। অভিনয় করা ছাড়াও মনন আবৃত্তি, গান ও তবলা চর্চা করে যাচ্ছে। আগামী ১৬ জানুয়ারী মনন বগুড়া জেলার পক্ষ থেকে উপস্থিত অভিনয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে। বগুড়া শহরের জহুরল নগরের বাসিন্দা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক জগন্নাথ রায় ও মা প্রভাষিকা ইন্দ্রাণী বর্মণের পুত্র। মননের বড় বোন নৃত্যশিল্পি প্রতীতি রায় শ্রেয়া একাধিকবার  জাতীয় পুরস্কার অর্জন করেছে। সে সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা কেরেছে।