বঙ্গবন্ধুর মুক্তি না হলে আমরা অন্ধকারেই থেকে যেতাম- ইসরাফিল আলম এমপি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৫ বার।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা ও আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্ত না হলে আমরা স্বাধীন আলোয় উদ্ভাসিত হতে পারতাম না। আমরা অন্ধকারের আলোয় নিমজ্জিত থেকে যেতাম। আজকের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে নারী প্রধানমন্ত্রী, নারী জজ, নারী মন্ত্রী হতে পারতো না। বঙ্গবন্ধু মুক্ত না হলে বিশ্বের দরবারে লাল-সবুজের বাংলাদেশের স্থান হতো না। তাই আজকের যারা শিক্ষার্থী তাদেরকে মেধা ও মনন দিয়ে পড়ালেখা করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে বিনির্মাণ করার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে আজকের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আদর্শবান মানুষের মতো ভ’মিকা পালন করতে হবে। যা কিছু ভালো তা গ্রহণ করতে হবে আর যা কিছু মন্দ তা পরিহার করতে শেখাতে হবে শিক্ষার্থীদের।  রবিবার দুপুরে নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মান সম্মত শিক্ষা নিশ্চিকরনের লক্ষ্যে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং শিক্ষার্থীদের মাধ্যমে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহাকারি প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দিন খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, রাণীনগর (অনার্স) মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্ত, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্যের নিজ অর্থায়নে ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌছে দেওয়ার লক্ষ্যে বিদ্যালয়ের ১হাজার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি।