বগুড়ায় তিন মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২০ ১৫:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩২ বার।

বগুড়ায় দাফনের তিন মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে শাহানা বেগম (৫৫) এক নারীর মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার দুপুরে শহরের আকাশতারা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয় ওই মরদেহ। সম্প্রতি ওই নারীর ছেলে মায়ের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে আদালতে মামলা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, গত বছরের ১৫ অক্টোবর আকাশতারা এলাকার বাসিন্দা শাহানা বেগম মারা যান। স্বাভাবিক মৃত্যু হিসেবেই তখন তাকে দাফন করেন স্বজনরা। মৃত্যুর ২ মাস পর গেলো ২৬ ডিসেম্বর তার ছেলে শাহাদাত হোসেন তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে হয়েছে এমন অভিযোগে আদালতে তিন জনকে আসামী করে মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে রোববার শহরের আকাশতারা এলাকায় কবর থেকে উত্তোলন করা হয়েছে শাহানা বেগমের মরদেহ। পরে ময়নাতদন্তের জন্য সেটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম রেজা।