বিএনপি’র ‘নাশকতা’র প্রতিবাদে বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮ ১৮:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪২ বার।

ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের ‘নাশকতামূলক তৎপরতা’র প্রতিবাদে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কলেজের নতুন ভবনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচীতে সংগঠনের  জেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপি নির্বাচনকে বানচাল করতে চায়। আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রদানের মাধ্যমে তারা বিএনপির ‘আগুন সন্ত্রাসের’ জবাব দেওয়ার আহবান জানান।
বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ওই দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর এবং পুলিশের দু’টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়। মিছিলের ব্যানারে লেখা ছিল ‘বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।

ছাত্রলীগ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়। সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্রলীগ সরকারি আজিজুল হক কলেজের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।