তথ্যপ্রযুক্তির বিকাশেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে - শাফিউল ইসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২০ ১৪:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ার পরিচালক শাফিউল ইসলাম (উপ-সচিব) বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং তা প্রয়োগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
সোমবার সকালে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ায় ৬ মাস মেয়াদী অ্যাড্ভান্সড সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার ট্রেনিং ৫৩ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মুহাঃ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক আব্দুল আলিম। প্রতিষ্ঠানের সহকারী প্রশিক্ষক খোদেজা বেগমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশে স্বনামধন্য কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী হিসেবে নেকটারের বিভিন্ন কার্যক্রম এবং প্রশিক্ষণের নিয়মাবলী নিয়ে বিস্তর ধারণা প্রদান করা হয় প্রশিক্ষণার্থীদের।