শাজাহানপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে সেমিনার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২০ ১১:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাইদ মো: কাওছার রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোতারব হোসেন, ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, ভিপি সাজেদুর রহমান সাহিন, ফিরোজ আলম, আতিকুর রহমান এবং শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ।

সেমিনারে বক্তাগণ বলেন, 'প্রকৃত অসহায় মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধার আওতায় আনতে হবে। কাউকে পিছনে ফেলে জাতিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। এ জন্য যে যার অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।'