চতুর্থ বিয়ে করলে কমিউনিটি সেন্টারের ভাড়া ফ্রি, দ্বিতীয়তে অর্ধেক ছাড়!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২০ ১৩:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

দ্বিতীয় ও তৃতীয় বিয়ের জন্য কমিউনিটি সেন্টার ভাড়ায় বিশাল ছাড়। চতুর্থ বিয়ে করলে পুরো ভাড়াই মাফ। এমনটা ঘটনা ঘটেছে পাকিস্তানে।

ইন্ডিয়া টুডে জানায়, কেউ দ্বিতীয় বিয়ে করলে তার জন্য হল ভাড়ায় পঞ্চাশ শতাংশ ছাড়, তৃতীয় বিয়ে করলে ছাড় পঁচাত্তর শতাংশ। আবার চতুর্থ বিয়ে করলে কোনো টাকাই লাগবে না।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের খবরে উঠে আসে দেশটির বাহায়ালপুরের এই ঘটনা।

ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন পাক সাংবাদিক নাইলা ইনায়াত। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি।

ভিডিওটিতে দেখা যায়, ‘সাহস থাকলে ময়দানে নামুন। দ্বিতীয় বিয়ে করে দেখান। বাহায়ালপুরের একটি বিয়ের ক্লাব নিয়ে এসেছে বাম্পার অফার।’

তবে এই ছাড়ে আছে শর্ত, স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য ক্লাব বুক করতে হবে প্রথম স্ত্রীকে এসে। স্ত্রীকে লুকিয়ে বিয়ে করতে চাইলে ক্লাব দেয়া হবে না।  তবে এমন শর্ত সত্ত্বেও বেশ কিছু আবেদন পেয়েছেন কমিউনিটি সেন্টারটির মালিক।

তিনি বলেন, ‘এই অফার সম্পর্ক ভাঙার জন্য নয়। সম্পর্ক জোড়ার জন্য। তাই কেউ এলে আমি তাকে এই শর্তে হল ভাড়া দেব।’