৩৩ বছরের ঐতিহ্য

বগুড়ায় শেষ হলো ২দিন ব্যাপি আন্ত:জেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২০ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ২ দিন ব্যাপি ৩৩ তম ঘোড়দৌড় প্রতিযোগিতা  মঙ্গলবার সম্পন্ন হয়েছে। 


‘ধাপ দৌড়’ প্রতিযোগিতায় বগুড়ার শেরপুর উপজেলার মকবুল হোসেনের ঘোড়া প্রথম এবং সিরাজগঞ্জ সদরের  মিণ্টু মিয়ার ঘোড়া দ্বিতীয় স্থান অর্জন করে। অপরদিকে ‘মিল দৌড়’ প্রতিযোগিতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের রেজাউল করিমের ঘোড়া প্রথম এবং একই উপজেলার নিনগাঁও গ্রামের আশরাফুল ইসলামের ঘোড়া দ্বিতীয় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ।

  
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, সাবেক সভাপতি ইমরান হোসেন। সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘৌড়দৌড় প্রতিযোগিতার পরিচালক আবুল হোসেন বাবলু, যুবলীগ নেতা রেজাউল করিম মহব্বত, আপেল মাহমুদ, জনি প্রামাণিক, কাউসার আহম্মেদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুয়ারা বেগম প্রমুখ।

দু’দিন ব্যাপি আন্ত:জেলা ঘোড়দৌড় প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, জামালপুর জেলা এবং বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৭টি ঘোড়া অংশ নেয়। অপরদিকে ঘোড়দৌড় কে ঘিরে পোয়ালগাছা ও আশপাশ গ্রামের বাড়িতে বাড়িতে জমে উঠেছে নাইওরিদের ভির। বসেছে গ্রামীণ মেলা। মেলায় কাঠের আসবাব, লোহার সামগ্রি, শিশুদের খেলনা, মিষ্টান্নসহ বিভিন্ন পন্যের পসরা বসেছে। শিশু বিনোদনে রয়েছে নাগর দোলাসহ বিভিন্ন ধরনের রাইডস্।