বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪ দিন পর ফেরত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২০ ১৪:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত সাবুল আক্তার (৪৬) এর মরদেহ ৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে পাড়িয়া বিজিবি'র সদস্যদের নিকট সাবুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম।

উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম তিনি জানান, সাবুলের মরদেহ তার পরিবারের নিকট একই দিনে বিকাল ৩টায় হস্তান্তর করা হয়েছে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।  

এর আগে, গত ১১ জানুয়ারি ভোরবেলা পাড়িয়া সীমান্তের ৩৮৪ এর ২ এস মেইন পিলার বরাবর তারকাটার বাহিরে এবং ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্পের ৫০ গজ অভ্যন্তর দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় বিএসএফ গুলি ছুড়লে নিহত হন সাবুল। পরে বিএসএফ সদস্যরা ময়না তদন্তের জন্য ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠান।
ওইদিন পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলতাফের নেতৃত্বে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সাবুলের লাশ ফেরত চায় বিজিবি।

প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলার সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।